kalerkantho

মঙ্গলবার । ৭ আশ্বিন ১৪২৭ । ২২ সেপ্টেম্বর ২০২০। ৪ সফর ১৪৪২

নানক বললেন

এনালগ যুগের বিএনপি ডিজিটাল পদ্ধতিতে বিশ্বাস করে না

নিজস্ব প্রতিবেদক   

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জামায়াত জোট জাতিকে পেছনের দিকে এনালগ তথা অন্ধকার যুগে নিয়ে যেতে চায়। এ জন্য তারা নির্বাচনে ডিজিটাল পদ্ধতি ইভিএমে বিশ্বাস করে না।

গতকাল শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে আগারগাঁও বিজ্ঞান জাদুঘর মিলনায়তনে স্থানীয় নাগরিক কমিটি আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে নানক বলেন, জাতির জনককে হত্যার পর জেনারেল জিয়াসহ সামরিক শাসকরা সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছিল। আর খালেদা জিয়া জঙ্গিবাদী ও রাজাকারদের রাষ্ট্রীয় ক্ষমতায় এনে মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধ্বংস করেন। বাংলার সচেতন মানুষ এসব দেশবিরোধীকে আর ক্ষমতায় আসতে দেবে না।

নানক আরো বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট আমলে আগারগাঁও ছিল এক সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যের জনপদ। আর বর্তমানে আগারগাঁও উন্নয়ন আর সমৃদ্ধির মডেল জনপদ।

মন্তব্যসাতদিনের সেরা