kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

মতিন মাস্টার হত্যা মামলা

হত্যায় ব্যবহৃত কুড়াল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের ত্রিশালে চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা মতিন মাস্টার হত্যা মামলায় পিবিআইয়ের তদন্তকাজ আরো এগিয়েছে। গত বৃহস্পতিবার পিবিআই এ হত্যাকাণ্ডে ব্যবহৃত চায়নিজ কুড়ালটি উদ্ধার করেছে। কুড়ালটি উদ্ধার করা হয় এ হত্যাকাণ্ডে জড়িত সেলিমের ( ৪০) বাড়ি থেকে। সেলিমকে পিবিআই গত মঙ্গলবার আটক করে। এরপর তার দেওয়া ভাষ্য মতে কুড়ালটি উদ্ধার করা হয়। পিবিআই সূত্র জানায়, এ মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। তারা হলো রুবেল (৩০), ইদ্রিস আলী ( ৪০), দুলাল (৪৫), সোহাগ (২৬) ও সেলিম (৪০)।

মন্তব্যসাতদিনের সেরা