kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১       

এমপিওভুক্তির আবেদনের বিজ্ঞপ্তি মঙ্গলবারের মধ্যে

নিজস্ব প্রতিবেদক   

১৩ জুলাই, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করতে অনলাইনে আবেদনের জন্য আগামী মঙ্গলবারের মধ্যেই বিজ্ঞপ্তি দেবে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘এমপিওভুক্তির জন্য বাছাই কমিটি’র সদস্য এবং মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (সরকারি মাধ্যমিক) সালমা জাহান এ তথ্য গণমাধ্যমকে জানান।

সালমা জাহান আরো জানান, আগামী রবিবারের বৈঠকে অনলাইন আবেদন ফরম চূড়ান্ত করা হবে। ওই দিনই সিদ্ধান্ত নেওয়া হবে বিজ্ঞপ্তি দেওয়ার। তবে মঙ্গলবারের মধ্যেই দেওয়া যাবে বলে তিনি আশা করেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে গত ২০ জুন দুটি কমিটি গঠন করে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর একটি শর্ত পূরণ করা প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুতের জন্য অনলাইন আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনা কমিটি আর অন্যটি বাছাই কমিটি।

মন্তব্যসাতদিনের সেরা