kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১       

সংসদে বিরোধীদলীয় নেতা

কোটা সংস্কারের দাবি সহানুভূতির সঙ্গে দেখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক   

১৩ জুলাই, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকোটা সংস্কারের দাবিটি সহানুভূতির সঙ্গে দেখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, ‘কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তারা আন্দোলন করছে। তারা আমাদের ছেলে-মেয়ে, তারা দাবি করতেই পারে। কিন্তু চাকরির ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। তাই তাদের দাবি প্রধানমন্ত্রীকে সহানুভূতির সঙ্গে দেখতে হবে।’

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী বক্তব্যে রওশন এরশাদ এ আহ্বান জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। পরে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব দেন প্রধানমন্ত্রী।

দেশে বেকার সমস্যা, মাদকের ছোবল, খাবারে ভেজালের কথা জানিয়ে রওশন এরশাদ বলেন, ‘মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার যখন রাস্তা দিয়ে যান, তখন রাস্তায় সাধারণ মানুষের চলাচল বন্ধ থাকে। উনি জানেন না এ জন্য মানুষের কত দুর্ভোগ হয়। সেই যানজট ছাড়তে ছাড়তে রাত হয়ে যায়। কিন্তু তাও যানজট ছাড়ে না। তা ছাড়া অতিবৃষ্টির কারণে রাস্তাঘাট সব নষ্ট হয়ে গেছে।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমি যে কথাগুলো বলছি, তা যাচাই-বাছাই করে দেখবেন আমি ঠিক বলেছি কি না। গত নির্বাচনে ঝুঁকি নিয়ে আমরা অংশ নিয়েছি। তাই প্রধানমন্ত্রীকে এসব দেখতে হবে।’

সবার জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার দাবি জানিয়ে রওশন এরশাদ বলেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসা খরচ এত বেশি যে সাধারণ মানুষের পক্ষে তা গ্রহণ করা সম্ভব হয় না।

মন্তব্যসাতদিনের সেরা