kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

চান্দিনায় কর্নেল অলির গাড়িতে হামলা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

১৩ জুলাই, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ রোডে এ ঘটনা ঘটে। হামলায় তাঁর গাড়ির পেছনের কাচ ভাঙলেও তিনি অক্ষত রয়েছেন।

এ হামলার ঘটনার নিন্দা জানিয়ে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘আমার পূর্বনির্ধারিত কর্মসূচি রেদোয়ান আহমেদ কলেজের নতুন ভবন উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তিনি চান্দিনা কলেজ রোডে ঢোকার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়।’

এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মুহাম্মদ শামছুল ইসলাম জানান, প্রচণ্ড ভিড়ের মধ্যে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তাত্ক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য