kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

আপিল বিভাগের আদেশ

এমপি সানোয়ারকে মাদরাসার সভাপতি পদ ছাড়তেই হবে

নিজস্ব প্রতিবেদক   

২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. সানোয়ার হোসেনের স্থানীয় দারুল আলম মাদরাসার (আরবি বিশ্ববিদ্যালয়) সভাপতি হওয়াকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা ‘লিভ টু আপিল’ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এমপি সানোয়ার মাদরাসাটির সভাপতি পদে থাকতে পারবেন না। 

গতকাল রবিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগ এক আদেশে সানোয়ার হোসেনের আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দেন।

মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আমির কুদরত ইলাহী খানের করা রিট আবেদনে হাইকোর্ট গত ২৫ অক্টোবর মাদরাসাটির সভাপতি পদে সানোয়ার হোসেনের থাকা অবৈধ ঘোষণা করেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে (লিভ টু আপিল) সানোয়ার হোসেন ও মাদরাসার পক্ষ থেকে আপিল বিভাগে আবেদন করা হয়। যা গতকাল খারিজ করে দেন আপিল বিভাগ।

মন্তব্যসাতদিনের সেরা