kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

ঈশ্বরদীতে বাড়ি থেকে শিশু চুরি

পাবনা প্রতিনিধি   

২১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাবনার ঈশ্বরদীতে বাড়ি থেকে দেড় মাসের একটি শিশু চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে উপজেলার অড়োনকোলা গ্রামের আশরাফুল ইসলামের বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি। শিশুটির নাম আতিকা। ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দীন বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আতিকাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা