kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি আটক

কালের কণ্ঠ ডেস্ক   

১৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমালয়েশিয়ায় মানবপাচারচক্রের হোতাসহ ৫১ বাংলাদেশিকে আটক করার কথা জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। গতকাল শুক্রবার সকালে শাহ আলম এলাকার একটি আস্তানা থেকে তাদের আটক করা হয়। দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী জানান, প্রায় এক সপ্তাহ ধরে নজরদারির পর শুক্রবার শাহ আলম এলাকার একটি বাড়িতে অভিযান চালায় অভিবাসন বিভাগের একটি দল। সেখান থেকে ‘এবং বাংলা’ নামে পরিচিত ৪৩ বছর বয়সী ওই নাটের গুরুসহ ৫১ বাংলাদেশিকে আটক করা হয়। তারা সবাই অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত। তারা ঢাকা থেকে ইন্দোনেশিয়ার জাকার্তা হয়ে নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছে।

মুস্তাফার বলেন, ২০ থেকে ৪৫ বছর বয়সী ওই বাংলাদেশিদের কেউ কেউ কালো তালিকাভুক্ত হওয়ায় আকাশপথে মালয়েশিয়ায় ঢুকতে পারেনি। এরা আগেও এখানে ছিল, অবৈধভাবে বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষের পরও কাজ করায় তাদের ধরা হয়েছিল। এ কারণেই তারা কালো তালিকাভুক্ত।

মন্তব্যসাতদিনের সেরা