kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

পাথরবাহী বাল্কহেড ডুবি

এক শ্রমিকের লাশ উদ্ধার করেই অভিযান সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল ও কিশোরগঞ্জ প্রতিনিধি   

১৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকিশোরগঞ্জ নিকলীর সিংপুর বাজারের কাছে ধনু নদীতে পাথরবাহী বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মহসিন মিয়া (৪৬)। গতকাল শুক্রবার দুপুরে নদীর প্রায় ৭০ ফিট তলদেশে থেকে লাশটি উদ্ধার করেন ডুবুরিরা।

তবে মহিউদ্দিন মিয়া (৪৮) ও আল-আমিন (২৭) নামে আরো দুই শ্রমিকের সন্ধান না করেই উদ্ধার অভিযান সমাপ্ত করেছে উপজেলা প্রশাসন। এ নিয়ে নিখোঁজের পরিবার ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ডুবুরিরা বলছেন, ডুবন্ত নৌযানের ভেতরে একজনের লাশ পাওয়া গেছে। অনেক চেষ্টা করেও আর কারো সন্ধান পাওয়া যায়নি।

নিকলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াহ্ ইয়া খান জানান, প্রচণ্ড ঠাণ্ডায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছিল না। ঘটনাস্থলে পানির গভীরতাও অনেক বেশি। ডুবন্ত নৌযানের চেম্বারের ভেতর একটি মৃতদেহ পাওয়া গেছে। দুপুর সাড়ে ১২টার দিকে ডুবে যাওয়া বাল্কহেডের কেবিন থেকে ময়মনসিংহ থেকে আসা ডুবুরির দল শ্রমিক মহসিন মিয়ার লাশ উদ্ধার করে। তারা সকাল ১০টা থেকে ছয় ঘণ্টা উদ্ধার অভিযান চালায়।

প্রসঙ্গত; সাত হাজার ২০০ ঘনফুট পাথর বোঝাই বাল্কহেডটি বৃহস্পতিবার সকালে নিকলীর সিংপুর বাজার ঘাটে ডুবে যায়।

মন্তব্যসাতদিনের সেরা