kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

এসএসসি পরীক্ষার তিন দিন আগে কোচিং বন্ধ

নিজস্ব প্রতিবেদক   

৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরুর তিন দিন আগে থেকে শেষ হওয়া পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। গতকাল সোমবার এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের জন্য জাতীয় মনিটরিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সভায় সিদ্ধান্ত হয়, এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে হলে প্রবেশ করে নিজ নিজ আসনে বসতে হবে। এর অন্যথা হলে পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

মন্তব্যসাতদিনের সেরা