kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

রাষ্ট্রীয় সফরে কুয়েত সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক   

২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাষ্ট্রীয় সফরে কুয়েত সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা ঢাকায়

কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল খাদেরের নেতৃত্বে বাংলাদেশে আসা কুয়েতি সামরিক প্রতিনিধিদলকে গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) মেজর জেনারেল এস এম মতিউর রহমান। ছবি : আইএসপিআর

কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল খাদেরের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে। দেশটির বিশেষ বিমানযোগে গতকাল সোমবার পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছায় তারা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

আইএসপিআর জানায়, কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন কুয়েত আর্মড ফোর্সের মিলিটারি এডুকেশন বিভাগের প্রধান মেজর জেনারেল আনোয়ার জাসেম আল মাজিদি, কুয়েত নেভাল ফোর্সের কমান্ডার মেজর জেনারেল খালেদ আহমেদ আব্দুল্লাহ এবং ‘মুবারক আল আব্দুল্লাহ জয়েন্ট কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের’ কমান্ড্যান্ট মেজর জেনারেল আব্দুল্লাহ আবদুস সামাদ দাস্তি। সফরকালে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এ ছাড়া বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবে তারা।

মন্তব্যসাতদিনের সেরা