kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আসছে ওআইসির দল

কূটনৈতিক প্রতিবেদক   

২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরোহিঙ্গাদের পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল বুধবার থেকে বাংলাদেশ সফর করবে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি প্রতিনিধিদল। মুসলিম দেশগুলোর জোটের দলটিতে ওআইসি স্বতন্ত্র স্থায়ী মানবাধিকার কমিশনের (আইপিএইচআরসি) সদস্যরা থাকবেন। তিন দিনের এ সফরে প্রতিনিধিদলটি ঢাকায় সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির ঘুরে দেখবে। মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার ও মানবিক পরিস্থিতি পর্যালোচনা করাই এ প্রতিনিধিদলের লক্ষ্য।

জানা গেছে, ওআইসির প্রতিনিধিদলটি রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মিয়ানমারের রাখাইন রাজ্যে যেতে চেয়েছিল। আইপিএইচআরসি এ বিষয়ে মিয়ানমারকে বারবার অনুরোধ করেও ইতিবাচক সাড়া পায়নি। এরপর প্রতিনিধিদলটি বাংলাদেশ সফর করার সিদ্ধান্ত নেয়। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার বাহিনীর ভয়াবহ নিপীড়নের বিষয়ে প্রতিবেদন তৈরির লক্ষ্যে এ দেশে আশ্রয় নেওয়া রাখাইন রাজ্যের বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন আইপিএইচআরসি প্রতিনিধিরা।

উল্লেখ্য, জেদ্দাভিত্তিক আইপিএইচআরসি ওআইসির পরামর্শক হিসেবে কাজ করে। গত বছর জুলাই মাসে বাংলাদেশের প্রার্থী হিসেবে আইপিএইচআরসি সদস্য নির্বাচিত হন রাষ্ট্রদূত মোহাম্মদ জমির।

 

মন্তব্যসাতদিনের সেরা