kalerkantho

শনিবার । ৪ আশ্বিন ১৪২৭। ১৯ সেপ্টেম্বর ২০২০। ১ সফর ১৪৪২

৫ জানুয়ারি

সমাবেশ ও কালো পতাকা মিছিল করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক   

২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের পাশাপাশি সারা দেশে জেলা-উপজেলা সদরে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচির কথা জানান। তবে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির বিষয়ে গতকাল পর্যন্ত কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাননি বলেও তিনি জানান।

রিজভী বলেন, ‘আজকের ভোটারবিহীন সরকার গায়ের জোরে ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করে। বিএনপি এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস, গণতন্ত্র অপহরণ দিবস হিসেবে পালন করে আসছে। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছি। একই সঙ্গে আগামী ৫ জানুয়ারি সারা দেশে জেলা ও উপজেলা সদরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।’

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, ‘আমরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছি। গত পরশু দিন এই চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো কথা জানতে পারিনি। তবে ৫ জানুয়ারি আমরা জনসভা অনুষ্ঠানের সব প্রস্তুতি রাখছি।’

সোহরাওয়ার্দী উদ্যান ওই দিন ইউনাইটেড ইসলামী পার্টিকে বরাদ্দ দেওয়া হয়েছে—এমন একটি খবরের বিষয়ে কালের কণ্ঠ জানতে চাইলে রিজভী বলেন, ‘এটি আমরা শুনেছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে বিএনপিকে কিছু জানায়নি। আমরা নিয়মানুযায়ী ঢাকা মেট্রোপলিটান পুলিশ ও গণপূর্ত বিভাগের কাছে জনসভার অনুমতির জন্য আবেদন করেছি। মঙ্গলবার এ ব্যাপারে কথা বলার জন্য বিএনপির প্রতিনিধিদল ডিএমপিতে যাবে।’

সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়াপারসন অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী সপু, মুনির হোসেন, রফিকুল ইসলাম মাহতাব প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা