kalerkantho

সোমবার । ২৬ আগস্ট ২০১৯। ১১ ভাদ্র ১৪২৬। ২৪ জিলহজ ১৪৪০

নোটিশ বোর্ড
রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনাল

শ্রীলঙ্কা যাচ্ছে ইউল্যাব

৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশ্রীলঙ্কা যাচ্ছে ইউল্যাব

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালে অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছে। আগামী ১০-১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে ক্যাম্পাসভিত্তিক আন্তর্জাতিক এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নিতে আগামী ৮ সেপ্টেম্বর দলগুলো শ্রীলঙ্কায় পৌঁছাবে। 

প্রাইভেট ইউনিভার্সিটি টি-টুয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়ন ২০১৭-এ চ্যাম্পিয়ন হওয়ায় ইউল্যাব ক্যাম্পাসভিত্তিক আন্তর্জাতিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করার আমন্ত্রণ পায়। এই টুর্নামেন্ট নিয়ে গতকাল সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউল্যাবের ক্রিকেট টিমের কোচ সারোয়ার ইমরান, ইউল্যাব ফিল্ডস স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও টিম ম্যানেজার মো. তৌফিক আজিজ ও ইউল্যাব ক্রিকেট টিমের অধিনায়ক আঞ্জুম আহমেদ জেসি। এ সময় ইউল্যাব কমিউনিকেশনস অফিসের উপব্যবস্থাপক আরিফুল হক, মো. ওয়াহিদুজ্জামান, উপব্যবস্থাপক (জনসংযোগ) ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য