kalerkantho

রবিবার । ৮ কার্তিক ১৪২৮। ২৪ অক্টোবর ২০২১। ১৬ রবিউল আউয়াল ১৪৪৩

ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্সে হঠাৎ দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক   

২ মার্চ, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর তেজগাঁওর ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্সে গতকাল বুধবার দুপুরে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। ঘুষ লেনদেন হচ্ছে এমন সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয় বলে দুদক সূত্রে জানা গেছে। তবে দুদক দলটি এ ধরনের কোনো প্রমাণ পায়নি।

দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের নেতৃত্বে চার সদস্যদের একটি প্রতিনিধিদল এ অভিযান শুরু করে। তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধের অংশ হিসেবে তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অভিযান চালায়। বেশ কিছু ঘুষ লেনদেন হওয়ার তথ্য আমাদের কাছে আছে। তা রুখতেই এ অভিযান।’

রেজিস্ট্রেশন কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুদকের দল কমপ্লেক্সে অবস্থিত কয়েকটি সাবরেজিস্ট্রি অফিসে অভিযান চালায়। সেখানে তারা ব্যাংক চালান, ফি বইসহ বিভিন্ন রেজিস্টার বই পরীক্ষা-নিরীক্ষা করে। তাতে কিছু অনিয়ম পাওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ ধরনের কার্যক্রম চালানোর ক্ষেত্রে দুদুকের এখতিয়ার নিয়ে রেজিস্ট্রেশন কমপ্লেক্সে কর্মরত কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তাঁরা বলছেন, ‘দুদক হাতেনাতে দুর্নীতি ধরে আসামি গ্রেপ্তারের পরিবর্তে কাগজপত্র পরীক্ষা করলে তাদের আসল উদ্দেশ্য সফল হবে না।’সাতদিনের সেরা