kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

আজ দেশব্যাপী অবস্থান কর্মসূচি বিএনপির

নিজস্ব প্রতিবেদক   

২ মার্চ, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। গতকাল বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল কালের কণ্ঠকে এ তথ্য জানান। গত মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন রিজভী।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘কেন্দ্রীয়ভাবে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কর্মসূচি পালিত হবে। ইনস্টিটিউশনের ভেতর ও বাইরে আমরা জড়ো হয়ে এ কর্মসূচি সফল করব। এতে বিএনপির সিনিয়র নেতাসহ সর্বস্তরের জনগণ অংশ নেবেন। সারা দেশেই এ কর্মসূচি পালিত হবে।’

এক প্রশ্নের জবাবে আলাল বলেন, ‘গ্যাসের দাম কমানো না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’