ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে আজ শনিবার থেকে শুরু হচ্ছে চার দিনের বার্ষিক ওরস শরিফ। আয়োজকরা জানান, ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।
জাকের পার্টির প্রেসসচিব শামীম হায়দার জানান, প্রতিবছরের মতো এবারও প্রায় ৪০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে মূল ভেন্যু রয়েছে। এখানে দেশ-বিদেশের লাখো আশেকান ও জাকেরান ইবাদত-বন্দেগিতে ব্যস্ত থাকবেন।
বিজ্ঞাপন
শামীম হায়দার আরো বলেন, ‘আজ শনিবার থেকে ওরস উপলক্ষে ওয়াক্তিয়া নামাজের সঙ্গে নফল ইবাদত-বন্দেগি, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ ও বিশেষ মোনাজাত ও ইসলামের সুমহান আদর্শের ওপর আলোকপাত করে আলোচনা করা হবে। ’
উল্লেখ্য, আগামী মঙ্গলবার সকালে বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরীর কবর জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চার দিনের ওরস শেষ হবে।