kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

ডাব্লিউইএফ সম্মেলন শেষ

সুইজারল্যান্ড ছেড়েছেন প্রধানমন্ত্রী

কালের কণ্ঠ ডেস্ক   

২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ডে পাঁচ দিনের সফর শেষে গতকাল সন্ধ্যায় ঢাকার উদ্দেশে জুরিখ ছেড়েছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। দুবাইয়ে চার ঘণ্টা যাত্রাবিরতির পর আজ ভোর ৪টায় প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা।

সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি শামীম আহ্সান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি আজ সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ক্লাউস সোয়ানের আমন্ত্রণে ফোরামের ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত ১৬ জানুয়ারি সুইজারল্যান্ডে পৌঁছান। ১৭ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত দাভোসে ডাব্লিউইএফের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ বছর সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সহানুভূতিশীল ও দায়িত্ববান নেতৃত্ব’।

শেখ হাসিনাই প্রথম বাংলাদেশি নেতা, যিনি এ ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন, যেখানে রাষ্ট্রনায়ক, শীর্ষ ব্যবসায়ী নেতা এবং বুদ্ধিজীবীরা একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

প্রধানমন্ত্রী ডাব্লিউইএফ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ফোরামের নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়ানের সঙ্গে বৈঠক করেন। তিনি ফোরামের নির্ধারিত অনুষ্ঠানমালার পাশাপাশি বিভিন্ন বৈঠকে যোগ দেন।

সূত্র : বাসস।সাতদিনের সেরা