kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

বরিশালে আ. লীগ নেতাকে মেয়রপুত্রের মারধরের অভিযোগ

বরিশাল অফিস   

২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র মো. আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপনের বিরুদ্ধে এক আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার শিকার আওয়ামী লীগ নেতা হলেন ২৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সদস্য কবির বিশ্বাস। জমিসংক্রান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার বিকেলে নগরের ওয়াইডাব্লিউসিএ স্কুলের সামনে কবিরকে মারধর করা হয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেয়রপুত্র রূপন সদর উপজেলার জাগুয়া মৌজার তিমিরকাঠি এলাকায় ৪০-৪৫ একর জমি কেনার জন্য চেষ্টা করে আসছিলেন।

বিজ্ঞাপন

জমি বিক্রির মধ্যস্থতা করছিলেন আওয়ামী লীগ নেতা কবির বিশ্বাস। একপর্যায়ে একটি জমির বিপরীতে রূপনের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা অগ্রিম নেন কবির। পরে রূপন জানতে পারেন ওই জমির কাগজপত্রে ত্রুটি আছে। এ ঘটনায় কবিরের ওপর ক্ষুব্ধ হন রূপন। গতকাল বিকেলে নগরের ওয়াইডাব্লিউসিএ স্কুলের সামনে পেয়ে কবির বিশ্বাসের ওপর আকস্মিক হামলা চালান রূপন ও তাঁর সঙ্গীরা। কবির অভিযোগ করেন, তাঁকে মারধরের পাশাপাশি পরনের পোশাক ছিঁড়ে ফেলে হামলাকারীরা। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।সাতদিনের সেরা