kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

কবি সুদীপ সেনের ‘ইরো টেক্সট’-এর মোড়ক উন্মোচন

২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হলো ভারতীয় কবি সুদীপ সেনের ‘ইরো টেক্সট’ বইয়ের। ‘কথক’-এর উদ্যোগে গত রবিবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়। সেখানে কবি নিজেই নতুন বই থেকে কয়েকটি কবিতা আবৃত্তি করে শোনান।

বইটি প্রকাশিত হয়েছে ‘পেঙ্গুইন র‌্যান্ডম হাউস’ থেকে। মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন কবির বাংলাদেশি বন্ধুরা। অনুষ্ঠানের শুরুতেই কবিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তাঁর বন্ধু কবি আমিনুর রহমান। ইংরেজিতে লেখা কয়েকটি কবিতা একে একে পড়ে শোনান সুদীপ সেন। সেগুলো আবার বাংলায় অনুবাদ করে পড়েন আমিনুর রহমান। বাংলা কবিতা ‘চুম্বন’, ‘একটি খালি চিঠি’, ‘আজ রাতে হিরোশিমাকে স্মরণ করে’ কবিতাগুলো পড়ার আগে কবি শোনান সেগুলোর নেপথ্যের কাহিনী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, হাবিবুল্লাহ সিরাজী, কবি জাহিদুল হক, কবি আল মুজাহিদী, ক্যামেলিয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।সাতদিনের সেরা