ইউল্যাবে সমাবর্তন কাল
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) চতুর্থ সমাবর্তন আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্যের পক্ষে সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তন বক্তা হিসেবে আছেন মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। বিশেষ অতিথি থাকবেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
বিজ্ঞাপন
টেকফেস্টে চ্যাম্পিয়ন বিইউপি
ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএবি) আয়োজিত ‘টেকফেস্ট’ প্রতিযোগিতায় ‘প্রজেক্ট শো’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দুই ছাত্র। আইসিটি বিভাগের ওই দুই ছাত্র হলেন মো. ওয়াদুদ রহমান ও দিদারুল ইসলাম শাওন। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) ওই প্রতিযোগিতা হয়। তাতে ‘স্মার্ট হুইলচেয়ার’ প্রজেক্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় বিইউপির দুই শিক্ষার্থী। শারীরিকভাবে অক্ষম ব্যক্তি কিংবা অন্য কেউ মোবাইল অ্যাপ অথবা শব্দের মাধ্যমে দূর থেকেই হুইল স্মার্ট হুইলচেয়ারটি নিয়ন্ত্রণ করতে পারবে। সংবাদ বিজ্ঞপ্তি।