kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

মানববন্ধনে দুদু

নাসিক নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক   

২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু হলে যেকোনো ফলাফল বিএনপি মেনে নেবে। আর যদি অতীতের নির্বাচনগুলোর মতো ভোট কারচুপি হয় তাহলে সারা দেশে আগুন জ্বলে উঠবে। নির্বাচনের আগে নারায়ণগঞ্জে সন্ত্রাসীরা ঘোরাফেরা করছে। এ অবস্থায় বিএনপি আতঙ্কিত উদ্বিগ্ন এবং হতাশ। গতকাল এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নাসিক নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল দুপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলন নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, সহসভাপতি নাজমুল হোসেন রনি প্রমুখ।

শামসুজ্জামান দুদু বলেন, ক্ষমতাসীন দল এবং রকিবউদ্দীনের অধীনে অতীতে কোনো সুষ্ঠু নির্বাচনের

রেকর্ড নেই। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটের আগের দিন থেকে নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের দাবি জানান তিনি।সাতদিনের সেরা