ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ১৯৭৪ সালে মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ হত্যা মামলায় জাতীয়
পার্টির সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিকসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম হাফিজ আল আসাদ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
ঘটনার প্রায় ৪২ বছর পর চলতি বছরের ৮ মার্চ ময়মনসিংহের বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেছিলেন নিহত মাজেদের ছেলে লোকমান হেকিম।
মামলার আসামিরা হলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিক, সামছুল হক বাচ্চু, মোখলেছুর রহমান মুকুল, আদিল সরকার, মাওলানা মোফাজ্জল হোসেন, সাইদুর রহমান রতন, হাছেন আলী খাঁ, নাজিমুদ্দিন মেম্বর, মুকুল, আব্দুল করিম মাস্টার, তৌহিদুর রহমান কোহিনুর, বাদশা বেপারী, দুদু বেপারী, মজিবর রহমান, সামছুল হক ফকির, সুরুজ আলী ও খাদেম আলী।
বিজ্ঞাপন
মামলা সূত্রে জানা গেছে, ত্রিশালের কানিহারি আহাম্মদাবাদ কলেজ মাঠে ১৯৭৪ সালের ২৭ নভেম্বর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খুন হন।