kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

সৃজনশীল প্রশ্ন

সিদ্ধান্ত বাতিল চেয়ে চট্টগ্রামে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিদ্ধান্ত বাতিল চেয়ে চট্টগ্রামে বিক্ষোভ

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাতটি সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা বাতিলের দাবিতে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ

আগামী বছর থেকে মাধ্যমিক (এসএসসি), উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে ১০ নম্বর বাড়ানোর নতুন সিদ্ধান্ত বাতিল চেয়ে চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে।

গতকাল রবিবার সকাল থেকে বিভিন্ন সড়কে নামে কয়েক হাজার শিক্ষার্থী। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) ১০ নম্বর কমানো হয়েছে। পরিবর্তন করা হয়েছে পরীক্ষার সময় বণ্টন, থাকছে না বহুনির্বাচনী ও সৃজনশীল পরীক্ষার মধ্যে বিরতি। দুই ঘণ্টা ৩০ মিনিটে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে। বর্তমানে দুই ঘণ্টা ১০ মিনিটে ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হয়। এমসিকিউতে ৪০টির পরিবর্তে ৩০টি প্রশ্ন থাকবে। এতে সময়ও কমেছে ১০ মিনিট।

মন্তব্যসাতদিনের সেরা