kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

ভালো শিক্ষককে ক্লাসরুমেই ভালো হতে হবে, কোচিং সেন্টারে নয় : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ভালো শিক্ষকদের ক্লাসরুমেই ভালো হতে হবে, কোচিং সেন্টারে নয়। কিছু শিক্ষক নামধারী অসাধু ব্যক্তি পরিচালিত কোচিং বাণিজ্যের বিরুদ্ধে অভিভাবকদের ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই ক্লাসরুম শিক্ষা কার্যক্রমে এই শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব হবে।

গতকাল রবিবার রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, নতুন বেতন স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরকারি-বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতাও দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। সৃজনশীল পদ্ধতিসহ ক্লাসরুমে শিক্ষাদানের আধুনিক প্রযুক্তির ওপর শিক্ষকরা সারা বছর বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিচ্ছে। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ নিয়ে শিক্ষকরা ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়াবে—এটা মেনে নেওয়া যায় না।

মন্তব্যসাতদিনের সেরা