kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেনের কুলখানি আজ

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেনের কুলখানি আজ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেনের কুলখানি আজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাদ আসর তাঁর প্রতিষ্ঠিত কেয়ার হসপিটালে (২/১-এ, ইকবাল রোড, মোহাম্মদপুর) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ডা. মোয়াজ্জেম হোসেনের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. পারভীন ফাতেমা মরহুমের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনসহ সবাইকে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। ডা. মোয়াজ্জেম জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জাতীয় উপদেষ্টা ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্য