kalerkantho

সোমবার। ১৯ আগস্ট ২০১৯। ৪ ভাদ্র ১৪২৬। ১৭ জিলহজ ১৪৪০

জামালপুরে শিক্ষকের সনদ যাচাই করছে বিদ্যালয়

জামালপুর প্রতিনিধি   

১৭ জানুয়ারি, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসহকারী শিক্ষক (কম্পিউটার) পদে সদ্য নিয়োগকৃতের সনদ যাচাই করছে জামালপুর সদর উপজেলার বিয়ারা পলাশতলা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে সরকারি নিয়োগবিধি লঙ্ঘন করে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে একজন ভুয়া সনদধারীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক (কম্পিউটার) নিয়োগ পরীক্ষা হয় গত বছরের ২৬ নভেম্বর। এ পদে মো. জয়নাল আবেদীন, রোকশানা খাতুনসহ পাঁচ প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় ভালো না করলেও ফলাফলে মো. জয়নাল আবেদীনকে প্রথম স্থান অধিকার দেখিয়ে মোটা অঙ্কের ঘুষে এ পদে নিয়োগ দেওয়া হয়। গত ২ ডিসেম্বর তিনি চাকরিতে যোগ দেন। অন্যদিকে ওই নিয়োগ পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকারী প্রার্থী রোকশানা খাতুন জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে ভুয়া সনদের অভিযোগ করে জয়নাল আবেদীনের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন।

মন্তব্য