kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

যশোরে আনু মুহাম্মদ

রামপাল নিয়ে কিছু বুদ্ধিজীবী ভাড়া খাটছেন

যশোর অফিস   

১৭ জানুয়ারি, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেছেন, ‘সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুেকন্দ্র নিয়ে এ দেশের কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। বাস্তবতা হচ্ছে প্রতিবেশ ও পরিবেশ বিনাশী ভারতীয় এ প্রকল্প সে দেশের আদালতের নির্দেশে বন্ধ করা হয়েছে। ভারতে করতে না পেরে তারা বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশে সেই প্রকল্প বাস্তবায়ন করতে চাইছে।’

গতকাল শনিবার যশোর জেলা অইনজীবী সমিতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আনু মুহাম্মদ এসব কথা বলেন। রামপাল বিদ্যুেকন্দ্র বাতিলের দাবিতে আগামী ১০ থেকে ১৫ মার্চ ঢাকা-সুন্দরবন জনযাত্রাকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা