kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

থ্যালাসেমিয়া সচেতনতায় উত্তরা ইউনিভার্সিটি

   

২১ আগস্ট, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশকে থ্যালাসেমিয়ামুক্ত করতে থ্যালাসেমিয়া সমিতি ও সোসাইটি ফর থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেসকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য ড. এম আজিজুর রহমান। 'থ্যালাসেমিয়া সচেতনতা ও প্রতিরোধ' শীর্ষক সেমিনারে তিনি এ বিষয়ে কথা বলেন।

উত্তরা ইউনিভার্সিটি কালচারাল ক্লাব ও সোসাইটি ফর থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেসের যৌথ উদ্যোগে গত বুধবার ওই সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. ইয়াসমীন আরা লেখা। ড. ইয়াসমীন তাঁর বক্তব্যে থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা তৈরির ওপর জোর দেন।

স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মুমতাজ বেগম, উপদেষ্টা অধ্যাপক ফয়েজ এম সিরাজুল হক, রেজিস্ট্রার কাজী মহিউদ্দীন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান খান, সোসাইটি ফর থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেসের চেয়ারম্যান রাকিবুল ইসলাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

 

মন্তব্যসাতদিনের সেরা