kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

ওয়্যারহাউসের জমি বরাদ্দ চেয়ে ভারতকে আনুষ্ঠানিক প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক   

১৫ জুন, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বাড়াতে ভারতে ওয়্যারহাউস ও ডিস্ট্রিবিউশন সেন্টার স্থাপনের জন্য ভারত সরকারের কাছে জমি বরাদ্দের আনুষ্ঠানিক প্রস্তাব দিল তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ। প্রাথমিকভাবে পোশাক খাতের দুই সংগঠন আড়াই কোটি ডলার বিনিয়োগ করবে।

গতকাল রবিবার বিকেলে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণের কাছে আনুষ্ঠানিক এ প্রস্তাব দেন বিজেএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও বিকেএমইএর প্রথম সহসভাপতি এ এইচ আসলাম সানি। এ ছাড়া ভারতে বিনিয়োগ প্রস্তাবের অনুলিপি অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এফবিসিসিআই সভাপতির বরাবর পাঠানো হয়।

আনুষ্ঠানিক এই প্রস্তাবে বলা হয়, ভারত-বাংলাদেশের বর্তমান বাণিজ্য ঘাটতি কমাতে এই উদ্যোগ ফলপ্রসূ হবে। এ জন্য ভারত সরকারের কাছ থেকে বিজিএমইএ এবং বিকেএমইএ ওই জমি কিনে নিবে।

 

মন্তব্যসাতদিনের সেরা