kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

স্কলাসটিকার সমাপনী অনুষ্ঠান

'নিজেকে গড়ে তুললে দেশ গড়ে ওঠে'

নিজস্ব প্রতিবেদক   

১৫ জুন, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিজেকে গড়ে তুললে দেশ গড়ে ওঠে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। গতকাল রবিবার বিকেলে স্কলাসটিকার উত্তরা সিনিয়র শাখার 'এ' লেভেলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির ২১২ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। স্কলাসটিকার উত্তরা সিনিয়র শাখার প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল কায়সার আহমেদের (অব.) সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুলের ডাইরেক্টর এবং সিওও ওয়াসিমা পারভীন। আরো বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রিন্সিপাল সাবিনা মুস্তাফা এবং শিক্ষার্থীদের মধ্য থেকে তাসনিয়া নুর সালিম ও সৈয়দ সাবেথ সালওয়া। অনুষ্ঠানে অন্যদের মধ্যে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম উপস্থিত ছিলেন।

 

মন্তব্যসাতদিনের সেরা