kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

নৌ-নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনীতে মন্ত্রী

লঞ্চ নির্মাণের আগেই অনুমতি নিতে হবে

নিজস্ব প্রতিবেদক   

১৫ জুন, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএখন থেকে লঞ্চ নির্মাণের আগেই সমুদ্র পরিবহন অধিদপ্তরের অনুমতি নিতে হবে, অন্যথায় নৌযান রেজিস্ট্রেশন করা হবে না বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল রবিবার ঢাকা সদরঘাটে 'নৌ-নিরাপত্তা সপ্তাহ' কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, নদীর নাব্যতা রক্ষায় ১১ হাজার ৪৭০ কোটি টাকা ব্যয়ে ৫৩টি নৌরুট খননের প্রকল্প গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ২৪টি নৌরুটে খনন কাজ চলছে।

এমভি সুরভী-৯ যাত্রীবাহী লঞ্চে এ প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে নৌমন্ত্রী বলেন, নদী খননের জন্য সরকারের গত মেয়াদে ১৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে এবং বর্তমান মেয়াদে ২০টি ড্রেজার সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

নিরাপদ ও দুর্ঘটনামুক্ত নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সপ্তমবারের মতো দেশে 'নৌ-নিরাপত্তা সপ্তাহ' পালিত হচ্ছে। এ সপ্তাহ চলবে ২০ জুন পর্যন্ত। নৌ-নিরাপত্তা সপ্তাহের মূল প্রতিপাদ্য 'সচেতন হই এবং নৌ-দুর্ঘটনা পরিহার করি'।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রফিকুল ইসলাম বীরবিক্রম এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদি, বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক প্রমুখ।

 

মন্তব্যসাতদিনের সেরা