kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

চট্টগ্রামে পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৫ জুন, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ

চট্টগ্রামের মতিঝর্ণা এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের গতকাল উচ্ছেদ করা হয়। ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রাম নগরের মতিঝর্ণা এলাকার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসতরত ১২টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। বর্ষা মৌসুমের আগে প্রতিবছরই এ ধরনের উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। কিন্তু বর্ষার পরপরই আবার এসে লোকজন বসত শুরু করে।

গতকাল দুপুরে সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান, বর্ষার আগে প্রতিবছর উচ্ছেদ অভিযান চালানো হয়। এর পরও কিছু পরিবার ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসত করে। তাই প্রশাসনের নির্দেশনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ইতিমধ্যে যাদের নোটিশ দেওয়া হয়েছে, তারা যদি শিগগিরই সরে না যায় তাহলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

 

মন্তব্যসাতদিনের সেরা