kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

খুলনা কলেজিয়েট স্কুল

দুই শিক্ষকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

খুলনা অফিস   

১৫ জুন, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনার ফুলতলায় একটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও অন্য এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, শিক্ষাগত যোগ্যতা আড়াল করে বিনা বেতনে স্কুলে কাজ করিয়ে নেওয়ার অভিযোগও করেছেন প্রতারণার শিকার শংকরী ঢালী।

গত শনিবার স্থানীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের কাছে তিনি লিখিত অভিযোগ করলে ঘটনাটি প্রকাশ পায়।

শংকরী ঢালী এ ঘটনায় দায়ী জামিরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মারুফুল কবির ও একই উপজেলার রি ইউনিয়ন স্কুলের শিক্ষক শফিকুল আলম মির্জার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে মৎস্য প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ স্থানীয় সাংবাদিকদের বলেন, দুই শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। অপরাধ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জামিরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মারুফুল কবিরের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, 'আমাকে হেয় করার জন্য এ অভিযোগ করা হয়েছে।'

 

মন্তব্যসাতদিনের সেরা