kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

ইউএপিতে ভূমিকম্প এবং এর প্রভাব নিয়ে সেমিনার অনুষ্ঠিত

   

৩ মে, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে'ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) ভূমিকম্প এবং এর প্রভাব' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সেমিনার রুমে পুরকৌশল বিভাগ সেমিনারটির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পুরকৌশলবিদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপানের টোকিও এবং ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক ইউশিয়াকি নাকানো ও য়্যাসুসি সানাদা। বক্তারা নির্ধারিত বিষয়ের ওপর নিবন্ধ উপস্থাপন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম আর কবির, পুরকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলমগীর হাবীব প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

 

 

 

 

 

 

মন্তব্য