kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

গণ-অনশনে অংশ নিতে বদরুদ্দোজা চৌধুরীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক   

৩ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুই নেত্রীকে আলোচনায় বসানোর দাবিতে গণ-অনশন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দেশপ্রেমিক রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

গতকাল সোমবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বদরুদ্দোজা চৌধুরী বলেন, 'দেশের বর্তমান পরিস্থিতিতে দুই নেত্রীর সংলাপ ছাড়া সমাধানের অন্য কোনো পথ নেই। এর আগে আমি সাত দিনের মধ্যে সংলাপে বসার জন্য দুই নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছিলাম। অন্যথায় সাধারণ মানুষকে নিয়ে গণ-অনশন করার কর্মসূচিও ঘোষণা করেছিলাম।'

বিবৃতিতে বদরুদ্দোজা চৌধুরী আরো বলেন, 'গণ-অনশন কর্মসূচির বিষয়ে দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং অরাজনৈতিক সংস্থার নেতাদের সঙ্গে আমরা আলোচনা করতে চাই।' গণ-অনশন কর্মসূচিতে অংশ নিতে ইচ্ছুকদের বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের সঙ্গে যোগাযোগ করার জন্যও বিবৃতিতে অনুরোধ জানানো হয়।

 

মন্তব্যসাতদিনের সেরা