kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

ড্যাফোডিলে সবুজ অর্থনীতি প্রকল্পের সভা অনুষ্ঠিত

   

১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দক্ষিণ-পূর্ব-পশ্চিমের দেশগুলোর টেকসই সবুজ অর্থনীতি প্রকল্পের প্রকল্প সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ড্যাফোডিলের সহযোগিতায় স্মার্টলিংক বাংলাদেশের দলনেতা ড. সৈয়দ আকতার হোসেন এ সভার আয়োজন করেন। এতে ৪০টির বেশি দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। ইউরোপিয়ান কমিশনের এরাসমাস মুনডাস প্রকল্পের অধীনে উচ্চতর গবেষণা, নেটওয়ার্ক এবং জ্ঞান ও বিনিময়ের মাধ্যমে এ প্রকল্প পরিচালিত হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।