kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

শাল বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জে গতকাল বৃহস্পতিবার শীতার্তদের মধ্যে শাল বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল ও ব্যবসায়ীদের সহযোগিতায় এ শাল বিতরণ করা হয়। এ নিয়ে তৃতীয় দফায় মোট এক হাজার পিস শাল বিতরণ করা হলো। গতকাল সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২২ নম্বর ওয়ার্ডের সিরাজউদৌলা ক্লাবে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের উপস্থিত থেকে শীতার্তদের মধ্যে শাল বিতরণ করেন। অন্যদিকে দুপুর ১২টায় নাসিকের ২৩ নম্বর ওয়ার্ডে শাল বিতরণ করেন কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল প্রধান। এ সময় উপস্থিত ছিলেন আজাহারুল ইসলাম জিন্নাহ, কাজী জহির, কাজী শহিদ, জালাল উদ্দিন জালু, শামিউল ইসলাম সোহেল, শংকর দাস, বাবু, লিটন, লেলিন প্রমুখ।

 সাতদিনের সেরা