kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির তৎপরতা বন্ধসহ আট দাবিতে বিক্ষোভ

বরিশাল অফিস   

১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির তৎপরতা বন্ধসহ আট দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নগরের অশ্বিনীকুমার টাউন হলের সামনে নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করে। পরে সেখান থেকে একটি মিছিল বের করে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য হারুন অর রশিদ মাহামুদ, রুবিনা ইয়াসমিন, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নিলু, প্রতিবেশ আন্দোলনের আহ্বায়ক আরিফুর রহমান মিরাজ, বিপ্লবী নারী সংহতির বরিশাল জেলার আহ্বায়ক জেসমিন আক্তার, ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নবীন আহম্মেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের পকেট কেটে লুটেরাদের স্বার্থে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করতে দেওয়া হবে না। গ্যাসের মিটার না বসিয়ে দাম বাড়ানো চলবে না। এ সময় সর্বগ্রাসী দুর্নীতি বন্ধ করে সম্পদ লুণ্ঠনকারী গণশত্রুদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন বক্তারা। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর আট দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

 সাতদিনের সেরা