kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

কর নেই মেড ইন বাংলাদেশ পণ্যে

নিজস্ব প্রতিবেদক   

৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকর নেই মেড ইন বাংলাদেশ পণ্যে

অধিক কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড প্রতিষ্ঠায় কর প্রণোদনা দেওয়ার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেই সঙ্গে কম্পানিটির জন্য ১০ বছর কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। দেশীয় শিল্পের সুরক্ষায় ব্যাপক কর ছাড়ের সুবিধা দেওয়ার কথাও বলেছেন প্রস্তাবিত বাজেটে। মেগাশিল্পে বাংলাদেশকে এগিয়ে নিতে ন্যূনতম ১০০ কোটি টাকা বিনিয়োগে স্থাপিত অটোমোবাইল (থ্রি হুইলার ও ফোর হুইলার) উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২০ বছর কর অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে বলেন, দেশে মেগাশিল্পের বিকাশ এবং আমদানি বিকল্প শিল্পোৎপাদনকে ত্বরান্বিত করার স্বার্থে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে বাংলাদেশে অটোমোবাইল থ্রি হুইলার এবং ফোর হুইলার উৎপাদনকারী কম্পানিকে শর্ত সাপেক্ষে ২০ বছর মেয়াদে কর অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। এ প্রস্তাব কার্যকর হলে দেশীয় উৎপাদকরা উৎসাহিত হবেন। দেশীয় শিল্পের সুরক্ষায় কর অবকাশ সুবিধার প্রস্তাবে নতুন বাজেটে স্থানীয় শিল্প, হাসপাতাল, অটোমোবাইল, কৃষি প্রক্রিয়াজাত, গৃহস্থালি সরঞ্জাম শিল্প স্থাপন করলে ১০ বছর করসুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ কর অবকাশের আওতা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, রাজধানী ঢাকার বাইরে ২৫০ শয্যার নতুন হাসপাতাল ও ক্লিনিক বানালে ১০ বছর পর্যন্ত কোনো কর দিতে হবে না। এ ছাড়া নতুন অটোমোবাইল শিল্প, কৃষি প্রক্রিয়াজাত ফল, দুগ্ধ উৎপাদন শিল্পকে একই সময়ের জন্য করসুবিধা দেওয়া হয়েছে। গৃহস্থালি কাজে ব্যবহৃত ঘরের সরঞ্জাম (হোম অ্যাপ্লায়েন্স) যেমন : রাইস কুকার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক সেলাই মেশিন, কিচেন অ্যাপ্লায়েন্স ও ব্লেন্ডার শিল্প স্থাপন করলে ১০ বছরের জন্য কোনো কর দিতে হবে না।সাতদিনের সেরা