kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

এবারের বাজেট উন্নয়নকে আরো গতিশীল করবে

বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবারের বাজেট উন্নয়নকে আরো গতিশীল করবে

এ বছরের বাজেট করোনা মহামারি মোকাবেলা করে দেশের উন্নয়নকে আরো গতিশীল করবে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে সরকারের সঠিক ও সময়োপযোগী অর্থনৈতিক পরিকল্পনায় মানুষের জীবনযাত্রা সুস্থ-স্বাভাবিক হয়ে উঠবে। এ কথা বলেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা। গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে ‘জেন্ডার ক্লাইমেট নেক্সাস : টুওয়ার্ডস ইকুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ ট্রান্সফরমেশন’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উপকূলীয় জনগোষ্ঠীর, বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় মহিলাবিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছে। ওই প্রকল্প খুলনা ও সাতক্ষীরা জেলার পাঁচ থানায় ৩৯টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।সাতদিনের সেরা