kalerkantho

শনিবার । ৩ আশ্বিন ১৪২৮। ১৮ সেপ্টেম্বর ২০২১। ১০ সফর ১৪৪৩

উন্নয়নে সাধারণ মানুষের স্থান নেই

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, বিএনপি

৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউন্নয়নে সাধারণ মানুষের স্থান নেই

সরকার যে উন্নয়নের কথা বলছে, তাতে সাধারণ মানুষের স্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকার উন্নয়নের কথা বলছে, সেই উন্নয়ন কার? সরকারের মদদপুষ্ট, যারা সরকারের আশ্রয়-প্রশ্রয় পেয়েছে, তাদের প্রবৃদ্ধি হয়েছে, হচ্ছে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল আলোচনাসভায় ফখরুল এসব কথা বলেন।

১৯৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমানের অংশগ্রহণের দিন স্মরণে বিএনপির স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে ‘১৯৭৮ সালের ৩ জুন রাষ্ট্রপতি নির্বাচন : বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং একদলীয় শাসনের অবসান’ শীর্ষক ভার্চুয়াল এই আলোচনাসভা হয়। ওই নির্বাচনে জিয়া জাতীয়তাবাদী ফ্রন্ট এবং এম এ জি ওসমানী সম্মিলিত বিরোধী দল থেকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন।