মিথুন : প্রত্যাশিত কাজে অগ্রগতি। ভালো কাজের আশ্বাস পাবেন। অমীমাংসিত সমস্যা সমাধানের পথ পাবেন। আপনার কাজে অন্যদের সমর্থন পাবেন। কাজে বাধা এলেও স্থায়ী হবে না। দূরের যাত্রা শুভ নয়।
গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৪.৪হ্ন সে.। চট্টগ্রাম ৩৩.৩হ্ন সে.। রাজশাহী ৩৫.৮হ্ন সে.। রংপুর ৩৪.১হ্ন সে.। খুলনা ৩৬.৫হ্ন সে.। বরিশাল ৩৫.৪হ্ন সে.। ময়মনসিংহ ৩৪.৫হ্ন সে.। সিলেট ৩১.৫হ্ন সে.
গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৩.৬হ্ন সে.। চট্টগ্রাম ২৪.৭হ্ন সে.। রাজশাহী ২৩.৯হ্ন সে.। রংপুর ২৪.৮হ্ন সে.। খুলনা ২৫.০হ্ন সে.। বরিশাল ২৪.৩হ্ন সে.। ময়মনসিংহ ২৫.০হ্ন সে.। সিলেট ২৪.২হ্ন সে.
রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাবনা, চুয়াডাঙ্গা, খুলনা, পটুয়াখালী ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং অব্যাহত থাকেত পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সূত্র : আবহাওয়া অধিদপ্তর