বাস্তবিক মানুষে মানুষে দেখাশোনার পরিচয় থেকে চিঠির পরিচয় একটু স্বতন্ত্র। তার মধ্যে এক রকমের নিবিড়তা গভীরতা এক প্রকার বিশেষ আনন্দ আছে।
—রবীন্দ্রনাথ ঠাকুর
জ্ঞানী লোকেরা কখনো পরাজয়ের পর অলসভাবে বসে থাকে না—খুশির সঙ্গে চেষ্টা করে ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য।
—শেকসপিয়ার
স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।
—ব্রায়ান ডাইসন
যদি আপনি অন্যদের তাদের চাওয়া পূরণে সাহায্য করেন, তবেই আপনি জীবনে আপনার নিজের চাওয়াও পূরণ করতে সক্ষম হবেন।
—জিগ জিগলার
মন্তব্য