kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

অমর বাণী

২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচেষ্টা করিলেই যে সকল সময়ে সিদ্ধিলাভ হয় তাহা না হইতেও পারে, কিন্তু চেষ্টা না করিয়া যে ব্যর্থতা তাহা পাপ, তাহা কলঙ্ক।

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

সবাই দুনিয়া বদলানোর কথা বলে, কিন্তু কেউই নিজেকে বদলানোর কথা বলে না।    

—লিও তলস্তয়

 

একটি দেশের পুনরুজ্জীবনের জন্য বিশেষ কিছুর দরকার হয় না, শুধু দরকার হয় কিছুসংখ্যক সুমাতার। 

—নেপোলিয়ন

 

যিনি যত অধিক ভাষণ করুন না কেন, তাতে তিনি ধর্মধর হতে পারেন না। যিনি অল্পমাত্র ধর্মকথা শুনে নিজের জীবনে তা আচরণ করেন এবং ধর্মে অপ্রমত্ত থাকেন, তিনিই প্রকৃত ধর্মধর।

—গৌতম বুদ্ধ

 

দুটি জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে। এ দুটি হচ্ছে যদি সে মাতাল হয় আর যদি প্রেমে পড়ে।

—এনাট ফেন্স

মন্তব্যসাতদিনের সেরা