kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

অমর বাণী

১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাড়িতে বাপ-মা, ভাই-বন্ধুরা যাহা আলোচনা করে বিদ্যালয়ের শিক্ষার সঙ্গে তাহার যোগ নাই; বরঞ্চ অনেক বিরোধ আছে। এমন অবস্থায় বিদ্যালয় একটা এঞ্জিন মাত্র হইয়া থাকে—তাহা বস্তু জোগায়, প্রাণ জোগায় না।  

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

আমি ওয়েটারের কাছে জানতে চেয়েছিলাম, ‘গ্লাসের এই দুধ কি টাটকা?’ তার জবাব ছিল, ‘জি, তিন ঘণ্টা আগে এই দুধ ঘাস ছিল।’       —ফিলিস ডিলার

 

তুমি একজন মানুষকে ততক্ষণ পর্যন্ত চিনতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি তার কথা ঠিকমতো বুঝতে পারছ।               

  —বেকন

 

চোখে দেখে যা পরখ করবে না, জীবনে তাকে কখনো সত্য বলে প্রচার করবে না।   

—শরত্চন্দ্র চট্টোপাধ্যায়

মন্তব্য