kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

অমর বাণী

১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমানুষের মৃত্যুর পর তার জীবনী লেখা হয়, এর কারণ হচ্ছে একদিকে সে সংসারে মরে; আর একদিকে মানুষের মনে সে নিবিড় করে বেঁচে ওঠে।

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

যুগের ধর্ম এই—পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই!

—কাজী নজরুল ইসলাম

 

আমি কোনো কঠিন কাজ করার জন্য সব সময় একজন অলস ব্যক্তিকে পছন্দ করব, কারণ সে ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবে।

—বিল গেটস

 

একটাই প্রশ্ন, যার কোনো উত্তর আজও আমি দিতে পারিনি; সেটা হচ্ছে, একজন নারী আসলে কী চায়? 

—সিগমুন্ড ফ্রয়েড

মন্তব্যসাতদিনের সেরা