kalerkantho

মঙ্গলবার । ১২ ফাল্গুন ১৪২৬ । ২৫ ফেব্রুয়ারি ২০২০। ৩০ জমাদিউস সানি ১৪৪১

অমর বাণী

১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅধিকার লাভের যে মর্যাদা আছে সেই মর্যাদা রক্ষা করিতে হইলে অধিকার প্রয়োগকে সংযত করিতে হয়।     

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন।

—কাজী নজরুল ইসলাম

 

আপনার ভালো কেবল পরের ভালোয় হয়, আপনার মুক্তি এবং ভক্তিও পরের মুক্তি ও ভক্তিতে হয়;  তাইতে লেগে যাও, মেতে যাও, উন্মাদ হয়ে যাও। ঠাকুর যেমন তোমাদের ভালোবাসতেন, আমি যেমন তোমাদের ভালোবাসি, তোমরা তেমনি জগেক ভালোবাসো।  

—স্বামী বিবেকানন্দ

মন্তব্যসাতদিনের সেরা