kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

অমর বাণী

১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাপ-পুণ্য, উত্থান-পতনের মধ্য দিয়া আমাদের মনুষ্যত্ব উত্তরোত্তর পরস্ফুিট হইয়া থাকে।    

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।   

—হোমার

 

একজন বিশ্বস্ত বন্ধু ১০ হাজার আত্মীয়র সমান।

—ইউরিপিদিস

 

অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ।  

—স্যার টমাস ব্রাউন

 

যে পরিপূর্ণভাবে ঘুমাতে পারে, তাকে একজন সুখী ব্যক্তি বলা চলে।

—জোসেফ এডওয়ার্ড

 

যুক্তির সঙ্গে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই।    

—শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

 

সফলতার জন্য আপ্রাণ চেষ্টা করবে; কিন্তু কৃতকার্য হবে—এমন আশা কোরো না।

—মাইকেল ফ্যারাডে

 

যারা কথায় কথায় প্রতিজ্ঞা করে তারা প্রতিজ্ঞা রক্ষা করে না।

—আবুল ফজল

 

অশুভ আরম্ভের শেষটাও হয় অশুভ।  

—ইউরিপিদিস

 

সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্যবান নয়।    

—এমারসন

 

মৃত্যু পরাধীনতার চেয়ে অনেক কোমল।

—এস্কাইলাস

মন্তব্যসাতদিনের সেরা