kalerkantho

বুধবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৭। ২ ডিসেম্বর ২০২০। ১৬ রবিউস সানি ১৪৪২

অমর বাণী

১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়।

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

সত্যের নিজস্ব গতি আছে, আইনের জাদুতে তাকে রুদ্ধ করা সম্ভব নয়।

—শংকর

 

বিষাদের সহস্র দাঁত আছে।

—উইলিয়াম ওয়াটসন

 

অনুমান করা কঠিন, বিশেষত যখন সেটা ভবিষ্যতের ক্ষেত্রে হয়।

—নিলস বোর

 

মানুষকে সভ্য করে তোলার একমাত্র মাধ্যম হচ্ছে বিদ্যালয়।

—টলস্তয়

 

কারো অতীত জেনো না, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ।

—এডিসন

 

কোনো শত্রুই হেলাফেলার নয়।

—ফরাসি লোকবচন

 

বন্ধুকে ক্ষমা করা অপেক্ষা শত্রুকে ক্ষমা করা সহজ।

—ডরোথি ডিলুজি

 

একজন মৃত রাজা একজন সাধারণ মানুষের চেয়ে বেশি কিছু নয়।

—এ ই রবিনসন

 

সৌন্দর্য হচ্ছে প্রাকৃতিক মুদ্রা, যা কখনো মজুদ করে রাখা যায় না।

—মিল্টন

 

বিপদের সময় যার বুদ্ধি লোপ পায় না, সে-ই যথার্থ বুদ্ধিমান।

—জর্জ উইলকিন্স

 

ভয়ের অনুপস্থিতির নাম সাহস নয়, বরং সাহস হচ্ছে এই বিচারবোধ যে ভয়ের চেয়ে গুরুত্বপূর্ণ অন্য কিছু আছে।

—রেডমুন

মন্তব্যসাতদিনের সেরা